রাতে তোমার ঘুম হয় না

প্রেমিক-প্রেমিকা কৌতুক September 20, 2017 2,055
রাতে তোমার ঘুম হয় না

মেয়ে : তুমি আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছো?


ছেলে : হ্যাঁ, বলেছি।


মেয়ে : তুমি কি বলেছো, রাতে আমাকে ছাড়া তোমার ঘুম হয় না।


ছেলে : হ্যাঁ, বলেছি।


মেয়ে : তিনি কি বলেছেন?


ছেলে : এটা শুনে তিনি আমাকে রাতে তার ফ্যাক্টরি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন।