২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার আসুস জেনফোন ভি উনুক্ত

মোবাইল ফোন রিভিউ September 19, 2017 688
২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার আসুস জেনফোন ভি উনুক্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভেরাইজন ক্যারিয়ারে আসুস তাদের নতুন জেনফোন ভি৫২০কেএল মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে। এই মডেলের 'ভি' এর অর্থ ৫ নয় বরং ভেরাইজন। এই ফোনের দাম এবং বাজারে আসার ব্যাপারে বিস্তারিত কিছুই জানায় নি প্রতিষ্ঠাটি।


আসুস জেনফোন ভি ফোনে আছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে ২.৫ডি করনিং গরিলা গ্লাস। এই ফোনের প্রসেসরে আছে ২.২ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর এবং ৪জিবি র‍্যাম। ছবি তোলার জন্য আছে ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


৩২ জিবি ইনবিল্ট স্টোরেজের এই ফোনে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়া ৩ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোন চলবে অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে।