বেশ কয়েক বছর প্রেম করার পর ছেলে আর মেয়ের মধ্যে কথা হচ্ছে-
মেয়ে : শোন, তুমি যা-ই বলো, আমি তোমাকে বিয়ে করবো না।
ছেলে : কেন করবে না?
মেয়ে : যতদিন না তুমি একটা বীরের মতো কাজ করতে পারবে।
ছেলে : বলে কি? এখন যা করছি তা কি বীরের কাজ নয়?
মেয়ে : আজব, কী এমন বীরের কাজ করেছো তুমি?
ছেলে : এই বাজারে তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই কি যথেষ্ট বীরত্বের পরিচয় নয়?