কোরআন শরিফ ছিঁড়ে গেলে কী করব?

ইসলামিক শিক্ষা September 17, 2017 1,021
কোরআন শরিফ ছিঁড়ে গেলে কী করব?

প্রশ্ন : কোরআন শরিফ ছিঁড়ে গেলে গোটা কোরআন শরিফ আমরা কী করব? যার ছিল সে তো মারা গেছে।


উত্তর : কোনো কারণে যদি কোরআনে কারিম ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, এটা হতেই পারে। যেহেতু এটা একটা কাগজ। কাগজের মধ্যে লেখা হয়েছে, কোনো কারণে নষ্ট হতে পারে। সে ক্ষেত্রে কোরআনে কারিমের হেফাজত করতে হবে, অসম্মান করা যাবে না। পুরো কোরআনটাকে একসঙ্গে পুড়ে ছাই করে সেই ছাইগুলো কোথাও দাফন করে দিতে হবে অথবা পুরো কোরআনটাকে কোনো ভালো জায়গায় দাফন করে দিতে পারেন অথবা সেটা পানিতে ফেলে দিতে পারেন। নিরাপদে যেখানে কোরআনে কারিমের অবজ্ঞা হবে না, এমন জায়গায় সেটিকে রাখতে হবে। কোরআনে কারিম যদি আর ব্যবহারযোগ্য না থাকে, অস্তিত্ব না থাকে, তাহলে এভাবে আপনি কোরআনকে দাফন করে দিতে পারেন। এতে করে আপনি আর গুনাহগার হবেন না।


কিন্তু কোনোভাবেই আপনার জন্য জায়েজ নেই যে আপনি কোরআনে কারিমের অবজ্ঞা করবেন, অবহেলা করবেন।


যেমন : ডাস্টবিনে ফেলে দিলেন অথবা রাস্তায় ফেলে দিলেন। এই কাজগুলো করলে আপনি গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। সে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোরআনের হেফাজত করা ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য একটি দায়িত্ব।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''