রাত দু’টায় মেসেজ কেন

স্বামী-স্ত্রী কৌতুক September 17, 2017 2,026
রাত দু’টায় মেসেজ কেন

রাতে স্বামী-স্ত্রী শুয়ে ছিল। রাত দু’টার সময় হঠাৎ স্ত্রীর ফোনে মেসেজ টোন বেজে উঠল। চমকে উঠে স্বামী তার স্ত্রীর ফোনে বিউটিফুল লেখা দেখে স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বলল. . .


স্বামী : তোমার ফোনে মেসেজ এসেছে বিউটিফুল। রাত দু’টায় তোমার ফোনে এমন মেসেজ কেন?


স্ত্রী ধড়ফড় করে উঠে বসে বলল. . .


স্ত্রী : এই ৪৫ বছর বয়সে কে আর বিউটিফুল বলবে!


তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বলল. . .


স্ত্রী : এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে। ওটা বিউটিফুল লেখা নয়। ফোন চার্জে দেওয়া ছিল। তাই ব্যাটারি ফুল লেখা দেখাচ্ছে।