প্রশ্ন : হালাল প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া হারাম?
উত্তর : হালাল প্রাণীর আটটি অংশ খাওয়া নিষেধ বা হারাম। ১. পুরুষ লিঙ্গ। ২. স্ত্রী লিঙ্গ। ৩. মুত্রথলি। ৪. মেরুদণ্ডের ভেতরের মগজ বা সাদা রগ। ৫. পিত্ত। ৬. অণ্ডকোষ। ৭. চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত। ৮. প্রবাহিত রক্ত। তবে এগুলোর ৮ম প্রকার প্রবাহিত রক্ত অকাট্য হারাম, বাকিগুলো মাকরুহে তাহরিমি। [আলবাহরুর রায়েক, খণ্ড : ৮, পৃষ্ঠা : ৪৮৫; আহসানুল ফাতাওয়া, খণ্ড : ৭, পৃষ্ঠা : ৪০৭] হ
সূত্রঃ দৈনিক যুগান্তর