জন্মদিনে একটা রিং দেব

প্রেমিক-প্রেমিকা কৌতুক September 13, 2017 1,525
জন্মদিনে একটা রিং দেব

জরিনা : জান, আগামীকাল আমার বার্থডে, আমাকে তুমি কি দিবা?


মোখলেস : আমি তোমাকে একটা রিং দেব!


জরিনা : সত্যি, রিং দিবা?


মোখলেস : হ্যাঁ, বললাম তো রিং দেব।


জরিনা : ওয়াও! ইউ আর রিয়েলি গ্রেট!


মোখলেস : কিন্তু জান, তুমি রিংটা ধরো না!


জরিনা : কেন? তুমি দিবা আর আমি নেব না, তা কি হয়?


মোখলেস : না মানে, আমার মোবাইলের ব্যালেন্স অনেক কম!