৮ জিবি র‌্যামে আসছে ওয়ানপ্লাস ফাইভ টি

মোবাইল ফোন রিভিউ September 13, 2017 815
৮ জিবি র‌্যামে আসছে ওয়ানপ্লাস ফাইভ টি

৮ জিবি র‌্যামে আসছে চীনের ফ্লাগশিপ কিলার স্মার্টফোন ওয়ানপ্লাস ফাইভ টি। প্রতিষ্ঠানটি ওয়ান প্লাস ওয়ান নামের হ্যান্ডসেট দিয়ে বাজারে প্রবেশ করে। ওয়ান প্লাসের প্রথম ফোনটিই চীনসহ সারা বিশ্বে সাড়া ফেলে। এরপর বাজারে আসে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস মিনি এবং ওয়ান প্লাস থ্রিটি। এবার বাজারে আসছে ওয়ান প্লাস ফাইভ টি। যদিও ওয়ানপ্লাস ফাইভ আগেই বাজারে আসছে।


ওয়ানপ্লাস ফাইভ টিতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। এতে ১২৮ জিবি রম থাকছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে।


ওয়ানপ্লাসের নতুন এই ফোনটিতে ৫.৫ ইঞ্চির কোয়াডএইচডি ডিসপ্লে সংযোজন করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন থাকছে। ফোনটি আইপি৬৮ সনদপ্রাপ্ত। অর্থাৎ এটি ধুলো ও পানিরোধী।


অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


ওয়ানপ্লাস ফাইভটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৩৫ হাজার টাকা। ফোনটি ১৯ সেপ্টেম্বর বাজারে আসার কথা রয়েছে।