হুয়াওয়ে আনলো কম দামের স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ September 13, 2017 1,135
হুয়াওয়ে আনলো কম দামের স্মার্টফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনরের কম দামের একটি ফোন বাজারে আসলো। এগুলোর মডেল হনার ৬ প্লে।ফোনটি চীনের বাজারে পাওয়া যাচ্ছে।


ফোনটিতে আছে ডুয়েল সিম স্লট। এটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৯৪ পিপিআই। ফোনটিতে আছে কোয়াড কোর ১.৪ গিগাহার্জের মিডিয়াটেক এমটি৬৭৩৭ টি প্রসেসর। সঙ্গে আছে ২ জিবি র‌্যাম। রম আছে ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।


সাশ্রয়ী দামের এই ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


কানেকটিভিটির জন্য আছে ফোরজি, ব্লুটুথ, মাইক্রোইউএসবি, জিপিএস এবং ওয়াইফাই।


চীনের বাজারে ফোনটির মূল্য ৫৯৯ ইয়েন।