প্রাণহীন ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন দইয়ের ফেসপ্যাক। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে দই। এছাড়া ব্রণ ও বলিরেখা দূর করতেও জুড়ি নেই দইয়ের।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন দইয়ের ফেসপ্যাক
- একটি পাত্রে ২ টেবিল চামচ দই নিন।
- দই ভালো করে নেড়ে তরল করে নিন।
- কয়েক চিমটি হলুদ গুঁড়া মেশান।
- পরিষ্কার ত্বকে লাগান ফেসপ্যাকটি।
- ১৫ মিনিট পর ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
দইয়ের ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?
- দইয়ে রয়েছে জিঙ্ক, ক্যালসিয়াম ও ল্যাক্টিক অ্যাসিড যা বলিরেখা দূর করে।
- দই ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে ত্বক রাখে ব্রণমুক্ত।
- ত্বকের রোদে পোড়া দাগ দূর করে।
- বিবর্ণ ত্বকে ফিরিয়ে আনে উজ্জ্বলতা।
- ত্বকে থাকা জীবাণু দূর করতে পারে দই।