দক্ষিণ কোরিয়ার বাজারে এলো স্যামসাংয়ের সর্বাধুনিক প্রযুক্তির একটি ফোন। মডেল গ্যালাক্সি সি এইট। এই ফোনটিতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা।
দুইটি ভার্সনে পাওয়া যাবে গ্যালাক্সি সি এইট। একটিতে রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। অন্য ভার্সনে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
স্যামসাংয়ের নতুন ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ২.৩৯ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর।
হাইব্রিড ডুয়েল সিমের ফোনটিতে ১৩ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেকটিভিটির জন্য আছে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, মাইক্রোইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।
ব্ল্যাক, গোল্ড এবং পিঙ্ক কালারে ফোনটি পাওয়া যাবে। এর দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।