৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনে ৮ জিবি র‌্যাম

মোবাইল ফোন রিভিউ September 11, 2017 795
৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনে ৮ জিবি র‌্যাম

শক্তিশালী ব্যাটারি ও কনফিগারেশন বাজারে আসছে জিওনির নতুন একটি ফোন। মডেল জিওনি এম২০১৮। ফ্লাগশিপ এই ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম এবং ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে ১২৮ জিবি রম থাকছে।


জিওনি এম২০১৮ ফোনটি এম ২০১৭ ফোনটির উন্নত সংস্করণ। জিওনি এম ২০১৭ ফোনটি গত বছরের ডিসেম্বরে বাজারে আসে। এতে ছিল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


জিওনির নতুন ফোনটিতে ৫.৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল।


দুইটি র‌্যাম ও রম ভার্সনে ফোন ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। অন্য ভার্সনে থাকছে ৮ জিবি রম ২৫৬ রম।


ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর এবং অ্যাড্রিনো ৫১২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।


ছবির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সংযোজন করা হয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। সম্পূর্ণ চার্জে ফোনটি ৩ থেকে ৫ দিন ব্যাকআপ দেবে।


কানেকটিভিটির জন্য আছে থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি এবং এনএফসি। ২০১৮ সালের মার্চে ফোনটি আত্মপ্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। ফোনটির দাম হতে পারে ১০০০ ডলার।