জন্মদিনে রোজা রাখা কি জায়েজ?

ইসলামিক শিক্ষা September 10, 2017 2,615
জন্মদিনে রোজা রাখা কি জায়েজ?

প্রশ্ন : আপনাদের অনুষ্ঠান চলাকালীন এক ভাই বলেছিলেন যে, উনি রাসুল (সা.)-এর জন্মবারে রোজা রাখেন। আমার জানা মতে, জন্মদিনে রোজা রাখা বেদাত। এ বিষয়ে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলেন, তাহলে উপকৃত হব।


উত্তর : রাসুল (সা.)-এর জন্মদিন সোমবার, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, এই দিন সিয়াম বা রোজা পালনের জন্য। এটি বেদাত নয়। এই দিন রোজা রাখা সুন্নাহ, এটি ব্যতিক্রম।


কিন্তু অন্যদের ক্ষেত্রে জন্মদিনে রোজা পালন করলে, সেটি অবশ্যই বেদাত হবে। রাসুল (সা.)-এর জন্মদিনে রাসুল (সা.) রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এটি বেদাত হওয়ার সামান্যতম সুযোগ নেই। যেহেতু আল্লাহর নবী (সা.)-এর আগমন একটি শুকরিয়ার বিষয়, এ জন্য রাসুল (সা.) এই দিনে সিয়াম পালন করতে বলেছেন। এমনকি রাসুল (সা.) নিজেও এই সিয়াম পালন করেছেন। অন্যদের ক্ষেত্রে জন্মদিনে সিয়াম পালন করা বা কোনো অনুষ্ঠানের আয়োজন করা, কোনোটাই জায়েজ নেই।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''