ময়লা ও ধুলাবালি জমে লোমকূপের গোড়া বন্ধ হয়ে ত্বকে সৃষ্টি হয় ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস। এসব সমস্যা থেকে দূরে থাকতে দুধ জমিয়ে বরফ বানিয়ে ব্যবহার করুন ত্বকে। মিল্ক আইস কিউব নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও টানটান। এছাড়া ডার্ক সার্কেল ও ত্বকের রোদে পোড়া দাগও দূর করতে পারে এই আইস কিউব।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
- একটি পাত্রে ১ কাপ গরুর দুধ ও ১ কাপ নারকেলের দুধ মেশান। দুধের মিশ্রণ বরফের ট্রেতে করে ফ্রিজে রেখে দিন।
- ১ কাপ চালের পানির সঙ্গে ১ কাপ গরুর দুধ মিশিয়ে ফ্রিজে রাখুন একইভাবে।
- সমপরিমাণ দুধ ও ডাবের পানি একসঙ্গে মিশিয়েও জমিয়ে নিতে পারেন বরফের ট্রেতে।
- রাতে ঘুমানোর আগে মিল্ক আইস কিউব ত্বকে ঘষুন। প্রাকৃতিকভাবে শুকিয়ে গেলে ঘুমিয়ে পড়ুন। পরদিন ধুয়ে ফেলুন ত্বক।
মিল্ক আইস কিউব ত্বকে ব্যবহার করবেন কেন?
- লোমকূপ গোড়ায় জমে থাকা ময়লা দূর করতে পারে মিল্ক আইস কিউব।
- ত্বক টানটান রাখতে সাহায্য করে এটি।
- ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
- ত্বকের কালচে দাগ ও ডার্ক সার্কেল দূর করে মিল্ক আইস কিউব।
- ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে এটি নিয়মিত ব্যবহার করলে।
- লোমকূপের ময়লা পরিষ্কার করে ব্ল্যাকহেডস ও ব্রণমুক্ত রাখে ত্বক।
- বলিরেখা দূর করতে সাহায্য করে।