পানিতে ডুবে মরবো

প্রেমিক-প্রেমিকা কৌতুক September 9, 2017 2,209
পানিতে ডুবে মরবো

মেয়ে : আমি যদি তোমাকে না পাই, তাহলে পানিতে ডুবে মরবো।


ছেলে : লাভ নেই।


মেয়ে : কেন? তুমি আমাকে বাঁচাবে?


ছেলে : না, আমি বাঁচাতে যাবো কেন?


মেয়ে : তাহলে?


ছেলে : তুমি জানো না, প্রেমের মরা জলে ডোবে না। অন্য উপায় বের কর।