ভাঁজ করা দুই ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ September 8, 2017 948
ভাঁজ করা দুই ডিসপ্লের ফোন

বইয়ের মত ভাঁজ করা যাবে। উভয় পাশেই থাকবে ডিসপ্লে। ভাঁজ করে কিংবা ভাঁজ খুলে ব্যবহার করা যাবে। বলা হচ্ছে বিশ্বের প্রথম ভাঁজযোগ্য দুই ডিসপ্লের ফোনের কথা। এটি বাজারে আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। ফোনটির মডেল জেডটিই এক্সন মাল্টি।


জিএসএম এরিনার তথ্য মতে, জেডটিইর ফোল্ডেবল এই ফোনটি অক্টোবর মাস নাগাদ বাজারে আসবে। ফোনটি বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্রের টেলিকম অপারেটর এটি অ্যান্ড টি। ফোনটির মূল্য ধরা হয়েছে ৬৫০ ডলার।


ঝিনুকের খোলের মত কব্জা দিয়ে ফোনটির দুইটি অংশ জুড়ে দেয়া হবে। এই ফোনটির উভয় ডিসপ্লেতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে। যখন ভাঁজ খোলা হবে তখন এই ফোনটির ডিসপ্লে হবে ৬.৮ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১৯২০ পিক্সেল।


ফোনটির দুই ডিসপ্লে এক করা হলে এর পুরুত্ব হবে ১০ মিলিমিটার। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট থাকছে। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। বিল্টইন মেমোরি হবে ৩২ জিবির।


ব্যাকআপের জন্য ফোনটিতে ৩১২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। ছবির জন্য এতে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে।