কারো সঙ্গে প্রেম হয়েছিল?

প্রেমিক-প্রেমিকা কৌতুক September 4, 2017 1,822
কারো সঙ্গে প্রেম হয়েছিল?

ঈদের দিন পার্কে ঘুরতে গিয়ে প্রেমিক-প্রেমিকার কথোপকথন-


প্রেমিক : আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?


প্রেমিকা : দাঁড়াও।


প্রেমিক : কী হলো?


প্রেমিকা : বলছি না চুপ।


প্রেমিক : কিছু বলছো না যে? রাগ করলে?


প্রেমিকা : নাহ, রাগ করিনি। আমি গুনছি!