=>বিশ্বের সবথেকে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল
উত্তরঃমেসোপটেমিয়ায়।
=> পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য
উত্তরঃগিলগামেশ।
=> সপ্তাহের সাতদিনকে বিভক্ত করে
উত্তরঃক্যালডীয়রা।
=>সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন
উত্তরঃহযরত ওমর ফারুক (রা.)।
=> জিগুরাত
উত্তরঃসুমেরীয় ধর্ম মন্দির।
=>পৃথিবীর প্রাচীনতম ভাষা
উত্তরঃহিব্রু।
=> গণতন্ত্রয়ের সূতিকাগার
উত্তরঃগ্রিস।
=>ইতিহাসের জনক বা পিতা
উত্তরঃহেরোডোটাস।
=>প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল
উত্তরঃইরান।
=>স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর ছিল
উত্তরঃইন্দোনেশিয়ায়।
=>বৃত্তকে ৩৬০ ডিগ্রি কোণে ভাগ করেন
উত্তরঃঅ্যাসেরীয়রা।
=>ফরাসী বিপ্লবের মতবাদ বা স্লোগান
উত্তরঃস্বাধীনতা,সমতা ও ভ্রাতৃত্ব।
=> ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হতো
উত্তরঃমিসরীয়দের।
=>লৌহ ব্যবহার প্রথম শুরু করে যে সভ্যতার লোকেরা
উত্তরঃহিট্টাইট।
=>“সীমান্ত গান্ধী” নামে পরিচিত
উত্তরঃখান আব্দুল গাফফার খান।
=> “মেমোগেট” কেলেঙ্কারিতে জড়িত দেশ
উত্তরঃপাকিস্তান।
=>কাশ্মীরের সর্বশেষ মহারাজা ছিলেন
উত্তরঃহরি সিং।
=> “স্ট্যাচু অব পিস” অবস্থিত
উত্তরঃনাগাসাকিতে।
=>জাপান কোরিয়া দখল করে নেয়
উত্তরঃ১৯০৫ সালে।
=>নেপালের ২৪০ বছরের রাজতন্ত্রের বিলোপ হয়
উত্তরঃ২৮ মে ২০০৮।
=>আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়
উত্তরঃ১৯৯১।
=>“ব্ল্যাক ফরেস্ট” যে দেশে অবস্থিত
উত্তরঃজার্মানিতে।
=>নাৎসি আন্দোলন সর্বপ্রথম শুরু হয়
উত্তরঃমিউনিখ শহর থেকে।
=>“The 46664 Campaign” ছিল
উত্তরঃএইডস বিরোধী প্রচারণা।
=>“পার্ল অব অ্যান্টিলিজ” নামে পরিচিত
উত্তরঃকিউবা।
=>প্রেইরি তৃণভূমি অবস্থিত
উত্তরঃউত্তর আমেরিকা অঞ্চলে।
=>কিউবা ক্ষেপণাস্ত্র সংকট হয়
উত্তরঃ১৯৬২ সালে।
=>শিলামুদ্রার দেশ হিসেবে বিখ্যাত “ইয়াপ” দ্বীপটি অবস্থিত
উত্তরঃমাইক্রোনেশিয়ায়।
=> “লাল করিডোর” অঞ্চল চিহ্নিত হয়
উত্তরঃভারত।
=> “ইউরোপের ক্রীড়াঙ্গন” বলা হয় যে দেশকে
উত্তরঃসুইজারল্যান্ড।
=>পারমাণবিক বোমার জনক
উত্তরঃরবার্ট ওপেন হেইমার।
=>শ্বেতহস্তীর দেশ
উত্তরঃথাইল্যান্ড।
=>শ্বেতভল্লূকের দেশ
উত্তরঃরাশিয়া।
=>সূর্যোদয়ের দেশ
উত্তরঃজাপান।
=>সমুদ্রের বধূ
উত্তরঃগ্রেট ব্রিটেন।
=>সাদা রাশিয়া
উত্তরঃবেলারুশ।
=>বিশ্বের বৃহত্তম ক্রীড়াআসর
উত্তরঃঅলিম্পিক গেমস।
=>যে মাছ উড়তে পারে
উত্তরঃউড়ুক্কু মাছ।
=>যে পাখি বরফে বাস করে
উত্তরঃপেঙ্গুইন।
=>ভুটানের জাতীয় পাখি
উত্তরঃকাক।
=>যে গাছ সবচেয়ে বেশিদিন বাঁচে
উত্তরঃব্রিস্টলকোন পাইন (প্রায় ছয় হাজার বছর)
=>যে গাছ সবচেয়ে বেশি ফল দেয়
উত্তরঃআখরোট।
=>যে প্রাণী একচোখ খোলা রেখে ঘুমায়
উত্তরঃডলফিন।
=>যে মাছ শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে
উত্তরঃবৈদ্যুতিক বাইম (ইলেকট্রিক ঈল)
=> যে প্রাণী চোখ-কান দিয়ে শ্বাস প্রশ্বাস চালায়
উত্তরঃহরিণ।
=>যে প্রাণী দুচোখ খোলা রেখে ঘুমায়
উত্তরঃমাছ।
=>যে প্রাণী দাড়িয়ে ঘুমায়
উত্তরঃঘোড়া,হাতি,জিরাফ।
=>যে পাখি পানির উপর দিয়ে হাটতে পারে
উত্তরঃওয়েস্টার্ন গ্রেব।
=>যে পাখির লেজ নেই
উত্তরঃকিউই।
=>যে মাছ বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে
উত্তরঃব্যাঙ মাছ।
তথ্যসূত্রঃ ইন্টারনেট