

অনার ভি৯ স্মার্টফোনের ক্ষুদ্রতর সংস্করণ নিয়ে কাজ করছে হুয়াওয়ে। অনার ভি৯ স্মার্টফোনের মতো কমপ্যাক্ট এবং পাতলা মডেলে নতুন এ ফোনটি বাজারে প্রবেশ করবে। চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে অনার ভি৯ মিনি স্মার্টফোনটি ছবি ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ছবিতে ফোনটিতে মেটাল বডি ডিজাইন এবং রিয়ার প্যানেল দেখা গেছে। রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পিছনে লোগো সমেত যুক্ত আছে। ফোনের নিচের দিকে ইউএসবি টাইপ সি, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল আছে। স্মার্টফোনটি নীল এবং কালো রঙে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। তবে ফাঁস হওয়া ছবিতে এর চেয়ে বেশি তথ্য পাওয়া যায়নি।
অনার সম্প্রতি ফিটনেস ট্রাকার ব্যান্ড ৩ জনসমক্ষে উন্মোচন করেছে। অনার ব্যান্ড ৩ ডায়নামিক অরেঞ্জ, ক্লাসিক নেভি ব্লু এবং কার্বন ব্লাক মডেলে বাজারে এসেছে। অনার ব্যান্ড ৩ ফিটনেস ট্রাকারে ০.৯১-ইঞ্চি ১২৮X৩২ পিক্সেল রেজ্যুলেশনের পিওএলইডি ডিসপ্লে আছে। ডিভাইসটি হার্ট রেট পরিমাপ করতে পারে। ব্যান্ড ব্লুটুথের মাধ্যমে ফোনে সংযুক্ত করা যায়। ফিটনেস ব্যান্ডটিতে ১০৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে যা একবার চার্জে ৩০ দিন একটানা চলতে পারে।









