অবশেষে আসল সেই মাহেন্দ্রক্ষণ। বাজারে এসে গেল মোটোরোলার ‘মোটো জি৫এস প্লাস’। গত মঙ্গলবার, ২৯ আগস্ট দুপুর ১২টায় বাজারে লঞ্চ হয় ফোনটি। আমাজনের ওয়েবসাইটে এই ফোনটি ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে।
‘মোটো জি৫এস প্লাস’ ফোনটিতে ডুয়াল ক্যামেরা রয়েছে বলে জানা গিয়েছে। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন এই ফোনটিতে রয়েছে ৪জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের বিশেষ ফিচার হল, এতে রয়েছে টারবো পাওয়ার ফিচার, যার মাধ্যমে মাত্র ১৫ মিনিটের মধ্যে ফোন চার্জ হয়ে যাবে।
এ ছাড়া, এতে রয়েছে ফ্রন্ট ফেসিং ফিঙ্গার প্রিন্ট সেন্সর হোম বাটন। এই ফোনের ক্যামেরা ছবি ও সেলফি তোলার জন্য যথাযথ। ‘লুনার গ্রে’ এবং ‘ব্লাশ গোল্ড’-এই দু’টি রংয়ে পাওয়া যাবে ফোনটি।
▶ফোনের ফিচারগুলি হলো-
> ৫.৫ ইঞ্চি ডিসপ্লে।
> ১০৮০x১৯২০ পিক্সেল রেজলিউশন।
> ৪জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
> ১২৮ জিবি মাইক্রোএসডি এক্সপ্যানডেবল।
>অক্টা-কোর ২.০ গিগাহাটজ কর্টেক্স-এ৫৩ প্রসেসর
> ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
> ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
> ৩.৫ এমএম অডিও জ্যাক।
> ৩০০০ এমএএইচ ব্যাটারি।
সূত্র: জিএসএম অ্যারেনা