দাঁত বের করে রাখে

শিক্ষক-ছাত্র কৌতুক August 31, 2017 1,362
দাঁত বের করে রাখে

প্রথম শ্রেণির মিমকে শিক্ষকের প্রশ্ন-


শিক্ষক : বল তো মিম, সবচেয়ে হাসিখুশি প্রাণি কোনটি?


মিম : হাতি স্যার!


শিক্ষক : কেন?


মিম : দেখেন না স্যার, হাতি খুশিতে সবসময় তার দাঁত বের করে রাখে।