নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০০৭তম পর্বে এক ওয়াক্ত সালাত আদায় না করলে দুই কোটি ৮৮ লাখ বছর জাহান্নামে থাকতে হবে কি না, সে সম্পর্কে বাগেরহাটের রামপাল থেকে চিঠিতে জানতে চেয়েছেন সৈয়দ জাহিদুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : এক ওয়াক্ত নামাজ না পড়লে দুই কোটি ৮৮ লাখ বছর জাহান্নামে থাকতে হবে কথাটি কি সঠিক?
উত্তর : না, এ মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেটি মিথ্যা। এটি আল্লাহর নবী (সা.)-এর নামে জালিয়াতি করা হয়েছে। সঠিক বক্তব্য নয়।
এক ওয়াক্ত সালাত যদি কেউ আদায় না করে থাকেন, তাহলে তিনি দুই কোটি ৮৮ লাখ বছর জাহান্নামে থাকতে হবে হিসাবটা নবী (সা.) দিয়ে যাননি। এটি মিথ্যা বক্তব্য। এ হাদিসটি মিথ্যা।
সূত্রঃ এনটিভি