সম্পূর্ণ টাচস্ক্রিন ফোন আনছে ব্ল্যাকবেরি

মোবাইল ফোন রিভিউ August 30, 2017 1,745
সম্পূর্ণ টাচস্ক্রিন ফোন আনছে ব্ল্যাকবেরি

এই প্রথম সম্পূর্ণ টাচস্ক্রিনের ফোন আনছে কানাডার বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। এর আগে ব্ল্যাকবেরি কিওয়ান নামে একটি বাজারে ছেড়েছিল। কিন্তু ওই ফোনটিতে কোয়ার্টি কি-বোর্ড ছিল। নতুন ফোনটিতে কি-বোর্ড থাকছে না। অ্যানড্রয়েডের মোড়কে ফোনটি অক্টোবর মাস নাগাদ বাজারে আসবে।


প্রযুক্তি খবর প্রচারকারী ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, ব্ল্যাকবেরি সম্পূর্ণ ডিসপ্লের একটি অ্যানড্রয়েড ফোন অক্টোবর মাসে বাজারে ছাড়তে যাচ্ছে।


খবরের সত্যতা নিশ্চিত করেছেন টিসিএলের ফ্র্যানকয়েস মাহিউ। টিসিএল ব্ল্যাকবেরির ফোন উৎপাদন ও বিক্রি করে থাকে।


প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাকবেরির নতুন ফোনটি হবে সম্পূর্ণ পানিরোধী। কেননা, এটি ফোনটি আইপি৬৭ সনদপ্রাপ্ত। এছাড়াও ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হবে। ফোনটি ২৬ ঘণ্টা ব্যাকআপ দেবে।


ব্ল্যাকবেরির অন্যান্য মডেলেরর মতই নতুন মডেলটিতে নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ব্ল্যাকবেরি ফোনের সর্বশেষ মডেলগুলো হলো কিওয়ান, ডিটিকে৬০ এবং ডিটিইকে ৫০।