বাজারে আসছে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুইটি ফোন। এগুলো বাজারে আনেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেল ভিভো ভি সেভেন এবং ভিভো ভি সেভেন প্লাস। ৭ সেপ্টেম্বর চীনের বাজারে ফোন দুইটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে।
ভিভো জানিয়েছে তাদের ফ্লাগশিপ ডিভাইস দুইটিতে বিশেষ সেলফি ক্যামেরা প্রযু্ক্তি ব্যবহার করা হয়েছে। এতে সেলফির জন্য বেশ কয়েকটি মোড থাকছে।
এর আগে ভিভো ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সমৃদ্ধ ফোন ভি৫এস বাজারে ছাড়ে। ফোনটিতে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে আছে। ৪ জিবি র্যাম সমৃদ্ধ ফোনটিতে ২ গিগাহার্জের অক্টাকোর কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে।