উপায় ছিল না!

বন্ধু কৌতুক August 30, 2017 2,275
উপায় ছিল না!

পিন্টু: হাসপাতাল থেকে অপারেশন না করেই পালালি কেন?


ঝন্টু: দোস্ত, না পালিয়ে উপায় ছিল না!


পিন্টু: তাই বলে এক্কেবারে অপারেশন টেবিল থেকে! কেন কাপুরুষতা করলি?


ঝন্টু: নার্স শুধু বারবার বলছিল, ছোট অপারেশন, ভয়ে কাঁপবেন না,স্যার! খোদার ওপর ভরসা রাখেন! ভয় পাওয়ার কিছুই নেই...


পিন্টু: ভীতুর ডিম কোথাকার! মাথামোটা নার্স তোরে এইসব বললো আর এতেই পালিয়ে এলি?


ঝন্টু: আরে আমাকে না, এসব বলছিল ডাক্তারকে...