চুলের বৃদ্ধি বাড়াবে যে হেয়ার প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস August 28, 2017 856
চুলের বৃদ্ধি বাড়াবে যে হেয়ার প্যাক

লম্বা চুলের জন্য চাই নিয়মিত যত্ন। চুলের বৃদ্ধি দ্রুত করতে ব্যবহার করতে পারেন নারকেল তেল, অ্যালোভেরা জেল ও আমন্ড অয়েলের তৈরি একটি হেয়ার প্যাক। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল হবে ঝলমলে। এছাড়া চুল পড়া কমাতেও সাহায্য করবে এটি।


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক


- একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল নিন।


- ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান।


- মিশ্রণে ১ চা চামচ আমন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


- মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান।


- ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সারারাত রাখতে পারলে ফল পাবেন আরও দ্রুত।


- সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।


চুলে অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?


- অ্যালোভেরা খুশকি দূর করতে সাহায্য করে।


- অ্যালোভেরার জেল মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।


- নারকেল তেলে রয়েছে ভিটামিন, মিনারেল ও ফ্যাটি অ্যাসিড যা স্বাস্থ্যোজ্জ্বল করে চুল। এতে থাকা ভিটামিন-ই চুল নরম ও ঝলমলে করে।


- নারকেল তেল চুল পড়া কমায় ও চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।


- আমন্ড অয়েল চুলে নিয়ে আসে বাড়তি জৌলুস।