স্যামসাংয়ের তিন ক্যামেরার ফোন

মোবাইল ফোন রিভিউ August 27, 2017 940
স্যামসাংয়ের তিন ক্যামেরার ফোন

বাজারে আসছে স্যামসাংয়ের তিন ক্যামেরা সমৃদ্ধ মধ্যম ঘরানার একটি ফোন। এই ফোনটির মডেল জে সেভেন প্লাস। ফোনটির রিয়ারে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


জে সিরিজে এই ফোনটির তথ্য থাইল্যান্ডের একটি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, ফোনটিতে ৫.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।


৪ জিবি র‌্যামের এই ফোনটিতে অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


সাশ্রয়ী দামের এই ফোনটিতে ১৩ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।


ফোনটিতে স্যামসাংয়ের বিক্সবি ভয়েস অ্যাসিসট্যান্ট রয়েছে। ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।