কারো বদ আমল কি গিবতকারীর নামে লেখা হবে?

ইসলামিক শিক্ষা August 27, 2017 1,141
কারো বদ আমল কি গিবতকারীর নামে লেখা হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।


জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


আপনার জিজ্ঞাসার ২০০৬তম পর্বে যার সম্পর্কে গিবত করা হচ্ছে, তার বদল আমলগুলো গিবতকারীর আমলনামায় লেখা হবে কি না, সে সম্পর্কে ফরিদপুর থেকে চিঠিতে জানতে চেয়েছেন শারমিন নাজমা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : একটি টিভি চ্যানেলে দেখলাম, কোনো ব্যক্তি অন্য ব্যক্তির বিরুদ্ধে গিবত করল। যার নামে গিবত করল, তাঁর সমস্ত খারাপ আমল গিবতকারীর আমলে লেখা হবে—এ কথা কি সত্যি?


উত্তর : তাঁর সমস্ত আমল গিবতকারীর আমলে লেখা হবে, ব্যাপারটি এমন নয়। বরঞ্চ যে ব্যক্তি গিবত করেছে, যেহেতু সে আরেকজনের হক নষ্ট করেছে, সেই গিবতকারী ব্যক্তি যার গিবত করেছে, তাঁকে এই হকটুকু নিজের নেক আমল দিয়ে বুঝিয়ে দেবেন। অর্থাৎ গিবতকারীর নেক আমল দিয়ে বুঝিয়ে দিতে হবে। কিন্তু খারাপ আমলটুকু তাঁর (গিবতকারী) আমলনামায় এসে যাবে—ব্যাপারটি এমন নয়।


সূত্রঃএনটিভি