তুমিই অনেক কিউট

প্রেমিক-প্রেমিকা কৌতুক August 26, 2017 2,943
তুমিই অনেক কিউট

প্রেমিকা : বাবু জানো, আমার বান্ধবী ওই যে মারিয়া আছে না, ওর বয়ফ্রেন্ড না কুরবানিতে ওকে একটা ডিএসএলআর ক্যামেরা গিফট করবে।


প্রেমিক : আরে কী বলো এসব, তুমি নিজেই তো একটা ডিএসএলঅার। তোমার গালটা কতো সফট আর চকচকে জানো তুমি?


প্রেমিকা : যাহ দুষ্টু কিভাবে বলে, লজ্জা লাগে না বুঝি? আর শোনো, ওই যে আমার আরেকটা বান্ধবী ঈশিতা আছে না, কুরবানিতে ওর বয়ফ্রেন্ড ওকে একটা আইফোন গিফট করবে।


প্রেমিক : আরে ধুর পাগলী, আইফোন একটা জিনিস হলো? তুমি নিজেই তো একটা আইফোন। দেখই তো তোমাকে কত সুন্দর করে আদর করি, কত সযত্নে ভালোবাসি।


প্রেমিকা : যাও পাজি ছেলে, ঢং করে শুধু। এই বাবু শোনো, ওই যে ওই বিদেশি সুন্দর সুন্দর কুকুরছানা আছে না, ওগুলো না আমার অনেক ভাল্লাগে। তোমায় ভেবে সারাক্ষণ আদর করে জড়িয়ে রাখতে ইচ্ছে হয়। এটার দাম খুব বেশি না, একটা মাত্র দশ হাজার টাকা।


প্রেমিক : আরে জানপাখি, এসব কী বলছো তুমি? তুমিই তো অনেক কিউট একটা কুকুরছানা। ইয়ে মানে আমি বোঝাতে চাচ্ছি...


প্রেমিকা : ওই থাম! কী বললি তুই আমারে? আমি কুকুরছানা? তুই কুকুরছানা, তোর চৌদ্দগোষ্ঠী কুকুরছানা। তুই আর কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করবি না। কুত্তা ফোন রাখ!