লাম্বারগিনির লাখ টাকার ফোন

মোবাইল ফোন রিভিউ August 26, 2017 1,824
লাম্বারগিনির লাখ টাকার ফোন

পৃথিবীর বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লাম্বারগিনি এবার ফোনের বাজারে এলো। শুরুতে প্রতিষ্ঠানটি বিলাস বহুল একটি ফোন বাজারে বিক্রির ঘোষণা দিল। এটি অ্যানড্রয়েড ফোন। আলট্রা লাক্সারিয়াস ফোনটির মডেল ‘আলফা ওয়ান’।


প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের এই স্মার্টফোন সম্পূর্ণ ইতালীয় নকশায় তৈরি। এটি অত্যাধুনিক প্রযুক্তি সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই ফোনের দাম ২,৪৫০ ডলার। যা পৌনে দুই লাখ টাকার কাছাকাছি।


এই স্মার্টফোন কেবল ইউরোপ এবং আরব আমিরাতেই পাওয়া যাবে।


কী কী আছে ফোনে?

বিলাসী এই ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। ছবির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা।


ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর চালিত। এতে ৪ জিবি র‌্যাম রয়েছে। এর বিল্টইন মেমোরি ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে।


ডুয়াল সিমের এই ফোনটিতে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে।