সোজা আর শক্ত হলো!

স্বামী-স্ত্রী কৌতুক August 26, 2017 1,345
সোজা আর শক্ত হলো!

৪০ তম বিবাহ বার্ষিকীর দিন স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল, থামছেই না।


একপর্যায়ে স্বামী চিৎকার করে বললো: তুমি যেদিন মরবে, তোমার কবরে আমি লিখে দিয়ে আসবো- এবার আমার স্ত্রী চিরদিনের তরে শান্ত হলো!


জবাবে স্ত্রী দ্বিগুন চিৎকারে বললো: তুমি মরলে আমিও লিখে দিয়ে আসবো- আমার স্বামী! শেষপর্যন্ত সোজা আর শক্ত হলো!