লেবুর রস: দূর হবে ব্রণের দাগ

রূপচর্চা/বিউটি-টিপস August 25, 2017 1,590
লেবুর রস: দূর হবে ব্রণের দাগ

অনেকের ত্বক প্রাকৃতিকভাবেই থাকে দাগহীন ও উজ্জ্বল। তবে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, বলিরেখা ও ব্রণের দাগের মতো সমস্যাতেও ভোগেন অনেকেই। যারা ত্বকের এসব সমস্যা নিয়ে বিব্রত, তারা নিয়মিত লেবুর রস ব্যবহার করতে পারেন ত্বকে। লেবুর অ্যাসিডিক উপাদান প্রাকৃতিকভাবে ত্বকের দাগ দূর করতে অনন্য।


টোনার হিসেবে


- একটি পাত্রে আধা কাপ পানি নিন।


- ১ টেবিল চামচ পুদিনা পাতার রস মেশান।


- ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে সংরক্ষণ করুন টোনার।


- প্রতিদিন ত্বকে ব্যবহার করুন এটি।


ব্রণের দাগ দূর করতে


- একটি পাত্রে ২ টেবিল চামচ লেবুর রস নিন।


- ১ টেবিল চামচ মধু মেশান।


- রাতে ঘুমানোর আগে ব্রণের দাগের উপর লাগান মিশ্রণটি।


- পরদিন সকালে ধুয়ে ফেলুন।


ফেসপ্যাক হিসেবে


- ১ চা চামচ দারুচিনি গুঁড়া নিন।


- ৩ টেবিল চামচ পানি মেশান।


- ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন।


- প্রয়োজন মতো দই মিশিয়ে পেস্ট তৈরি করুন।


- মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা।


- ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


- সপ্তাহে তিনবার এটি ব্যবহার করুন ত্বকে।


ত্বকে লেবুর রস ব্যবহার করবেন কেন?


- বিবর্ণ ত্বকে জৌলুস ফিরিয়ে আনতে পারে লেবু।


- লেবুতে থাকা ভিটামিন সি ত্বকে দাগ পড়ে যাওয়া রোধ করে।


- ব্রণের দাগসহ অন্যান্য দাগ দূর করতে পারে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড।


- ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে লেবু।


- প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করে লেবুর রস। ফলে ত্বক হয় সুন্দর ও কোমল।


- ত্বকের রোদে পোড়া কালচে ভাব দূর করতে জুড়ি নেই লেবুর।