চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো সেলফি কেন্দ্রীক একটি ফোন অবমুক্ত করতে যাচ্ছে। ফোনটির মডেল ভিভো ভি সেভেন প্লাস। ৭ সেপ্টেম্বর ফোনটি অনুষ্ঠানিকভাব বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়। ফোনটিতে সেলফি ক্যামেরার উপর গুরুত্ব দেয়া হয়েছে। তবে এর বিস্তারিত কনফিগারেশন সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।
ভিভো দাবি করছে তাদের নতুন ফোনটিতে রেভুলেশনারি সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীরা ভালো মানের সেলফি এক্সপেরিয়েন্স পাবেন ভিভো ভি সেভেন প্লাসে।
এর আগে ভিভো ভি ফাইভ প্লাস মডেলে একটি ফোন বাজারে ছাড়ে। এই ফোনটিও সেলফি কেন্দ্রীক ফোন ছিল। এতে আছে ৫.৫ ইঞ্চির এইচ ডিসপ্লে। ফোনটিতে ২ গিগাহার্জের অক্টাকোর কোয়ালকম প্রসেসর, ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে।
অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।