ভারতীয় প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স তাদের ইনফিনিট ডিসপ্লে’র স্মার্টফোন ক্যানভাস ইনফিনিটি উন্মুক্ত করেছে। ১৮:৯ স্ক্রিন রেশিওর এই ডিভাইসকে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ এবং এলজি জি৬ এর ডিসপ্লে’র সাথে তুলনা করা হচ্ছে। ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ হাজার টাকা।
৫.৭ ইঞ্চি ডিসপ্লে’র এই ফোনে করনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে যা ফোনকে স্ক্র্যাচ প্রুফ রাখবে। ক্যানভাস ইনফিনিটি চলবে অ্যান্ড্রয়েড ৭.১ ন্যুগাট অপারেটিং সিস্টেমে এবং প্রতিষ্ঠানের দাবি, এই ফোন অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও হালনাগাদ পাবে। এছাড়া এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর সাথে ৩ জিবি র্যাম। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ক্যানভাস ইনফিনিটি’তে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। ব্যাকআপের জন্য রয়েছে ২ হাজার ৯০০ এমএএইচ ব্যাটারি। আর সংযোগের জন্য রয়েছে ৪জি, ভিওএলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি ওটিজি।