৬ জিবি র্যামের একটি ফোন আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এসএম-এ৫৩০০ মডেলে ফোনটি তৈরি হচ্ছে। গ্যালাক্সি এ৫ ২০১৭ এডিশনের উপর ভিত্তি করেই ফোনটি তৈরি হচ্ছে।
স্যামসাংয়ের নতুন এই ফোনটি গিকবেঞ্চে তালিকাভূক্ত হয়েছে। গিকবেঞ্জ থেকে পাওয়া তথ্য মতে, ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। এতে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি হবে মধ্যমঘরানার।
ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ থাকতে পারে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করার কথা রয়েছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি এ ৫ ফোনটি বাজারে আসে ৩ জিবি র্যামে। ২৩ আগস্ট বাজারে আসছে স্যামসাংয়ের ফ্লাগশিপ ডিভাইস নোট এইট। এসময় একটি ফিটনেস ট্রেকার অবমুক্ত করার কথা রয়েছে।