১ম বান্ধবী : দেখ দেখ, ওই ছেলেটা আমাকে কেমন বিরক্ত করছে।
২য় বান্ধবী : তাতে কী হয়েছে?
১ম বান্ধবী : আমার ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে।
২য় বান্ধবী : সে কিরে! দেখলাম ছেলেটা তো একবারও তোর দিকে ফিরে চায়নি।
১ম বান্ধবী : হুম, তাকায়নি।
২য় বান্ধবী : তাহলে তুই বলছিস বিরক্ত করছে।
১ম বান্ধবী : আহা! সে জন্যই তো বিরক্ত হচ্ছি।
২য় বান্ধবী : এতে বিরক্ত হওয়ার কী আছে?
১ম বান্ধবী : এতো সেজেগুজে এলাম অথচ ফিরেও তাকাচ্ছে না।