▶ গাম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: আদামা ব্যারো।
▶ মানবদেহে অঙ্গের সংখ্যা কতটি?
উ: ৭৯টি।
▶ সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উ: যুক্তরাষ্ট্র।
▶ বাংলাদেশে বিনিয়োগ শিক্ষার বিষয় কয়নি?
উ: ১২টি।
▶ স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?
উ: হাতিয়া, নোয়াখালী।
▶ স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?
উ: জাহাইজ্জার চর।
▶ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভেঙে কয়টি বিভাগ করা হয়েছে?
উ: দুটি, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ।
▶ দেশের ১১তম শিক্ষাবোর্ড কোনটি?
উ: ময়মনসিংহ শিক্ষাবোর্ড।
▶ জনগণ ও পুলিশ সদস্যের আদর্শ অনুপাত কত?
উ: ৪০০:১
সূত্রঃ ইন্টারনেট