সিম্ফনির ক্যামেরা ফোন

মোবাইল ফোন রিভিউ August 22, 2017 2,378
সিম্ফনির ক্যামেরা ফোন

দেশের হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি নতুন ফোন আনলো। ফোনটির মডেল সিম্ফনি পি এইট প্রো। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি ক্যামেরা কেন্দ্রীক ফোন। এই ফোনের রিয়ার ক্যামেরায় রাতের বেলাও ভালো ছবি পাওয়া যাবে।


মেটাল ডিজাইনের ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগাট ৭.০। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের এই স্মার্টফোনটিতে আছে ২জিবি র‌্যাম এবং ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মেমোরি মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।


এইচডি ডিসপ্লে থাকার কারণে হাই কোয়ালিটি গেমস বা ভিডিও দেখা নিয়ে কোন ধরণের ঝামেলা পোহাতে হবে না।


স্মার্টফোনটিতে মনোমুগ্ধকর সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামরা এবং রাতে ভালো ছবি তোলার জন্য ব্যাক সাইডেও আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা।


স্মার্টফোনটির ডুয়াল ফ্ল্যাশ আপনাকে দেবে ভালো মানের ছবি। এতে ওয়ান টাচ সেলফি বাটন আছে। নাইট মোডে স্মার্টফোনটি দিয়ে তোলা যাবে অসাধারণ সব ছবি। ফ্রণ্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য ব্যবহার করা হয়েছে সেলফি ফ্ল্যাশ ল্যাম্প যার মাধ্যমে রাতেও উঠবে চমৎকার সব সেলফি।


এই ফোনে পোর্টেট মোড রয়েছে। যার মাধ্যমে ছবি তোলার পর বোকেহ ইফেক্ট পাওয়া যাবে। ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য সেন্সর ব্যবহার করা হয়েছে সনি আইএমেক্স। অটো সিন ডিটেকসন নামে একটি প্রয়োজনীয় ফিচার আছে যা পরিস্থিতি অনুযায়ী বেস্ট ক্যামেরা মোড অফার করবে। এছাড়াও আরো কিছু প্রয়োজনীয় ক্যামেরা ফিচার আছে যেমন, ফেস বিউটি, এইচডিআর মোড এবং টাইম ল্যাপস।


এছাড়াও এই স্মার্টফোনটির আরেকটি বিশেষ দিক হলো থ্রি ডি সাউন্ড ইফেক্ট। দুটি স্পিকার থাকার কারণে পাওয়া যাবে সারাউন্ডিং সাউন্ড সিস্টেম।


ফোনটিতে ব্যাকআপের জন্য আছে ২৮০০ এমএএইচ লি-পলিমার ব্য্যাটারি।


ব্ল্যাক, ব্ল্যাক-গ্রে এবং গোল্ডেন কালারে এই অসাধারণ স্মার্টফোনটি সারা দেশে সিম্ফনি মোবাইলের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৯ হাজার ৪৯০ টাকায়।