ভারতীয় প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ১৮ আগস্ট শুক্রবার মাইক্রোম্যাক্স ইভোক ডুয়েল নোট স্মার্টফোন উন্মুক্ত করে। এই স্মার্টফোনের বিশেষ ফিচার হিসেবে আছে সনি সেন্সরসহ ডুয়েল রিয়ার ক্যামেরা।
৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে'র এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫০ চিপসেট সাথে ৩ জিবি অথবা ৪ জিবি র্যাম। ছবি তোলার জন্য আছে ১৩ এবং ৫ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এবং সফট সেলফি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ইভোক ডুয়েল নোট ফোনে স্টোরেজ ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৩ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনে ২৬০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম এবং ১১ ঘন্টা টক টাইম। এছাড়া ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি হোম বাটনে যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন এবং দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ৬৬১ টাকা। আগামী ২২ আগস্ট থেকে ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাবে।