সাশ্রয়ী মূল্যে আধুনিক ফিচারসহ জেডটিই ব্লেড জিম্যাক্স

মোবাইল ফোন রিভিউ August 22, 2017 1,694
সাশ্রয়ী মূল্যে আধুনিক ফিচারসহ জেডটিই ব্লেড জিম্যাক্স

স্বল্প মূল্যে ফ্যাবলেট ছাড়তে ভালোই মুন্সিয়ানা দেখাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। প্রতি বছরই প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক ফিচারের হ্যান্ডসেট উপহার দিচ্ছে। এবারো তার ব্যতিক্রম নয়।


মেট্রোপিসিএস ওয়েবসাইটের মাধ্যমে জেডটিই’র নতুন ফ্যাবলেট জিম্যাক্স ক্রয় করা যাবে। ৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ব্লেড জিম্যাক্স ফ্যাবলেটটি ২৮ আগস্ট থেকে ১২৯ মার্কিন ডলারে প্রিঅর্ডার করা যাবে। ফ্যাবলেটটিতে ডুয়াল ক্যামেরা এবং আধুনিক কিছু ফিচার আছে। মাত্র ১২৯ মার্কিন ডলারের ফোনটিতে এমন সব ফিচার আছে যা একই মূল্যের অন্যান্য ফোনে পাওয়া যাবে না। ডুয়াল সেন্সর দিয়ে সাবজেক্ট ফোকাসে রেখে ব্যাকগ্রান্ড ব্লার করে ছবি তোলা যাবে। ব্লেড জিম্যাক্সের ১৬ মেগাপিক্সেল আরজিবি সেন্সর ছবির রঙ তুলে আনে। অন্যদিকে ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স ছবির ডেপথ অব ফিল্ড ধারণ করে।


ফোনটির ব্যাক কভারে গ্রিপারের ডটেড টেক্সার আছে। এতে আছে ৪ হাজার ৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনের রবারের কভারটি গ্রাহককে আরাম দেয়। তাছাড়া জেডটিই ফোনের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের বদলে জাপানি প্রতিষ্ঠান আশাহীর ড্রাগনটেইল গ্লাস ব্যবহার করছে। দামের ক্ষেত্রে জেডটিই ব্লেড জিম্যাক্স অনন্য একটি ফোন। এতো কম মূল্যে এরকম আধুনিক ফিচার বাজারের অন্য কোনো ফোনে পাওয়া যাবে না।