শিক্ষক : আজ কে কে বাড়ির কাজ করোছ নাই? দাঁড়া, চাবকে পাছার খাল তুলে নেব। বল্টু, তুই বাড়ির কাজ করছিস?
বল্টু : স্যার করছি। আইজকা সবগুলো কাজ করছি স্যার!
শিক্ষক : বাহ! তাহলে এদিকে নিয়ে আয়!
বল্টু : স্যার, কি নিয়ে আসব?
শিক্ষক : কেন? বুঝছি করিস নাই, আবুল লাঠিটা নিয়ে আয় তো!
বল্টু : স্যার স্যার, করছি তো। সত্যি কথা, আমাদের বাড়ি গিয়ে দেখুন- একটা ছাগল, গরু ঘরে নাই। সবগুলো মাঠে দিয়া আসছি। বিশ্বাস না হলে আমার আব্বার কাছে জিজ্ঞাস করেন। সকাল বেলা রান্নাটাও আমি করছি। শুধু আপনার ভয়ে সকাল বেলাও ঘুমাই নাই। প্লিজ, আমাকে মারবেন না!