লটারির টাকা নিয়ে পালিয়ে যাবো

স্বামী-স্ত্রী কৌতুক August 22, 2017 1,911
লটারির টাকা নিয়ে পালিয়ে যাবো

বাহির থেকে বাসায় এসে স্বামী তার স্ত্রীকে বলছে. . .


স্বামী : আচ্ছা জান, আমি যদি কোনো লটারিতে জিতে যাই, তখন তুমি কী করবে?


স্ত্রী : লটারির অর্ধেক টাকা নিয়ে পালিয়ে যাবো!


স্বামী : আমি একটা লটারিতে ৫শ’ টাকা জিতেছি, এই নাও ২৫০ টাকা, এবার যাও ভাগো।