জিওনির নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ August 22, 2017 1,537
জিওনির নতুন ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি নতুন একটি ফোন বাজারে ছাড়লো। ফোনটির মডেল জিওনি এক্স ওয়ান। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। দেশটির বাজারে ফোনটির মূল্য ৮ হাজার ৯৯৯ রুপি।


জিওনির নতুন ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে কোয়াডকোর মিডিয়াটেক এমটি৬৭৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটি ১৬ জিবি বিল্টইন মেমোরিতে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য ফোনটিতে আছে ডুয়েল এলইডি ফ্লাশসমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার।


কানেকটিভিটির জন্য জিওনি এক্স ওয়ান ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফোরজি এলটিই, মাইক্রোইউএসবি, ওয়াইফাই, ব্লুটুথ এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।


ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।