শক্তিশালী কনফিগারেশন নতুন একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। ফোনটির মডেল জিওনি এম২০১৮। ফ্লাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮ জিবি র্যাম এবং ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ফোনটি জিওনির এম২০১৭ এর উন্নত ভার্সন। এতে ১২৮ জিবি রম থাকছে। এই বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসবে। জিওনি এম২০১৮ ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০ x২৫৬০ পিক্সেল।
দুইটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকবে ১২৮ জিবি, অন্যটিতে ২৫৬ জিবি। ৬ জিবি র্যাম ভার্সনেও ফোনটি পাওয়া যেতে পারে। জিওনির আপকার্মিং এই ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর থাকবে।
ছবির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হবে। সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। জিওনি দাবি করছে তাদের নতুন এই ফোনটিতে তিন থেকে পাঁচ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
কানেকটিভিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি, এনএফসি।ফোনটির প্রত্যাশিত মূল্য এক হাজার ডলার।