৮ ইঞ্চির ট্যাব আনছে স্যামসাং

মোবাইল ফোন রিভিউ August 21, 2017 1,432
৮ ইঞ্চির ট্যাব আনছে স্যামসাং

নতুন একটি ট্যাব আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ট্যাবটির মডেল গ্যালাক্সি ট্যাব এ ৮.০ ২০১৭ এডিশন। সম্প্রতি এই ট্যাবটি টিইএনএএ-তে তালিকাভূক্ত হয়েছে। জিএসএম এরিনায় ট্যাবটি নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে।


জিএসএম এরিনার প্রকাশিত প্রতিবেদনে তথ্য মতে, গ্যালাক্সি ট্যাব এ ৮.০ তে থাকছে ৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৮০০ পিক্সেল। ফোনটিতে ১.৪ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর থাকছে।


৩ জিবি র‌্যামের এই ট্যাবটি দুইটি মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ৩২ জিবির, অন্যটি ৬৪ জিবির।


ছবির জন্য ট্যাবটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং চালিত এই ফোনটির পুরুত্ব ২১২.১×১২৪.১×৮.৯ মিলিমিটার। ওজন ৩৬৪ গ্রাম। ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


ট্যাবটি এসএম-টি৩৮৫সি কোড নেমে তৈরি হচ্ছে। শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।