নার্সের দিকে তাকাবে না

প্রেমিক-প্রেমিকা কৌতুক August 21, 2017 2,230
নার্সের দিকে তাকাবে না

প্রেমিক : আমি কোন কোন দিকে তাকাতে পারবো বলে দাও।

প্রেমিকা : ভালো বুদ্ধি। তুমি শুধু তোমার পায়ের বুড়ো আঙুলের দিকে তাকাবে। এভাবে নিচের দিকে তাকিয়ে চলাচল করবা। ওকে?


প্রেমিক : হুম। ওকে!

প্রেমিকা : দ্যাটস মাই বয়! এই নাও ফ্লায়িং পাপ্পি!


প্রেমিক : এতো কিছুর পর যে পাপ্পি দিলা ওটাও ফ্লায়িং!

প্রেমিকা : কিছু বললা?


প্রেমিক : নাহ! এখন আসি তাইলে?

প্রেমিকা : যাও।


চার ঘণ্টা পর-

প্রেমিকা : বেবি, তুমি কই?

প্রেমিক : হাসপাতালে।


প্রেমিকা : কেন?


প্রেমিক : তোমার কথা শুনে পায়ের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে বাইক চালাইছিলাম। তারপর কিছু মনে নাই। উঠে দেখি হাসপাতালে আছি!

প্রেমিকা : তাই? সাবধান! নার্সের দিকে তাকাবে না!