গানের শিক্ষক এসেছেন বিল্টুকে গান শেখাতে-
শিক্ষক : বিল্টু, তুই কয়টা গান পারিস?
বিল্টু : ৪টা গান পারি।
শিক্ষক : শুনি তো, কী কী গান জানিস... গেয়ে শোনা একটু।
বিল্টু : ইয়া আলী, পকেট খালি, তুই আমারে কিভাবে ছ্যাকা দিলি?
শিক্ষক : থাম, অন্যটা বল।
বিল্টু : ধাক ধাক কার নে লাগা, তারে ধইরা গালে দুইটা থাপ্পর লাগা!
শিক্ষক : ওরে বাবা, এইটা বাদ।
বিল্টু : দিল তু হি বাতা, কেনো তোমার বাথরুমের বদনা ফাঁটা?
শিক্ষক : এটাও বাদ।
বিল্টু : ধুম মা চালে, ধুম মা চালে ধুম। কাল ছুটি- দিবো সেই লেভেলের ঘুম!