শিক্ষক : ওই আগামীকাল যে যে বাড়ির কাজ স্কুলে না আনবি, তাদের সবাইকে দশটা করে পিটান দিমু। বিশেষ করে বল্টুর জন্য ডাবল!
বল্টু : স্যার, আমার জন্য ডাবল কেনো?
শিক্ষক : কারণ তুই কখনো বাড়ির কাজ আনিস না, তাই!
বল্টু : আচ্ছা ঠিক আছে স্যার। কালকে দেইখেন, সবগুলো কাজের স্যাম্পল আপনাকে এনে দেখাবো!
পরদিন-
শিক্ষক : বল্টু, তোর বাড়ির কাজ কই?
বল্টু : স্যার, ওই যে দেখেন মাঠে ঘাস খাচ্ছে!
শিক্ষক : কি বললি?
বল্টু : ঠিকই বলছি স্যার, আমার বাড়ির মূল কাজ হচ্ছে মাঠে গরু চরানো!
শিক্ষক : তাহলে স্কুলে আসিস কেনো?
বল্টু : কেনো? বাড়ির কাজগুলো ঠিকঠাকভাবে করতে!