চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কুলপ্যাড নতুন ফোন আনলো। ফোনটির মডেল কুলপ্যাড কুল এম৭। অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। ২ হাজার ৭৯৯ ইয়েনে ফোনটি বিক্রি হচ্ছে।
ম্যাট ব্ল্যাক ও ব্লু কালারে ফোনটি পাওয়া যাবে। চীনের ওয়েবসাইট জেডি ডটকমে ফোনটি ২৬ আগস্ট থেকে কেনা যাবে।
কুল সিরিজের নতুন এই ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ফোনটিতে আছে ২ গিগাহার্জের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর এবং অ্যাড্রিনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
নতুন এই ফোনটিতে ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। বিল্টইন মেমোরি ৬৪ জিবি। ডুয়েল সিমের এই ফোনটিতে ডুয়েল এলইডি টোন সমৃদ্ধ ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এতে সনির এফ/১.৮ অ্যাপারচার সমৃদ্ধ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের এই ফোনটিতে নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে আছে ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াইফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।