কম দামে উন্নত ফিচার দিয়ে আসছে জিয়াওমি রেডমি নোট ৫এ

মোবাইল ফোন রিভিউ August 19, 2017 1,924
কম দামে উন্নত ফিচার দিয়ে আসছে জিয়াওমি রেডমি নোট ৫এ

জিয়াওমির পরবর্তি রেডমি সিরিজ নিয়ে আসছে নোট ৫এ। বিপুল জনপ্রিয় সিরিজটি প্রতিবারই নতুন নতুন মডেল এনে চমকে দিচ্ছে সবাইকে। আগামী সোমবার চীনে এটাকে বাজারে ছাড়ার আয়োজন করা হয়েছে। দুটি সংস্করণ নিয়ে আসবে বলেই ধারণা করা হচ্ছে। একটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। অন্যটিতে থাকবে না।


থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি পর্দা। স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর দেওয়া হয়েছে। অভ্যন্তরে ১৬ জিবকি স্টোরেজের সঙ্গে ২ জিবি র‍্যাম আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বৃ্দ্ধি করা সম্ভব। অ্যান্ড্রয়েড নুগেট ৭.১.১ রয়েছে।


ডুয়াল সিম ব্যবহার করা যাবে। পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরায় থাকবে এলইডি ফ্ল্যাশ। সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি বেশ শক্তিশালী, ৩০০০এমএইইচ।


বিভিন্ন সূত্র জানায়, এ ফোনের দাম বেশ কম। চীনের বাজারে এর দাম ধরা হয়েছে ৯৯৯ ইয়েন। আগামী সোমবার থেকেই চীনের বাজার দিয়ে যাত্রা শুরু করবে জিয়াওমি রেডমি নোট ৫এ।


সূত্র : গেজেট